তামিম অসাধারণ অধিনায়ক হবে: সাকিব

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনায় ক্রিকেটে বাধা পড়েছে। এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের নব্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। মাঠে নামার আগেই অবশ্য শুভকামনা পেয়ে চলেছেন তিনি। এবার তামিমকে শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান।
জাতীয় দলে এর আগে সহ-অধিনায়ক বা ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেলেও এবারই প্রথম পুর্ণাঙ্গভাবে অধিনায়কত্ব পেলেন তামিম।

সাকিবের মতে, ২২ গজে তামিম খুব ভালো একজন নেতা হয়ে উঠবেন। কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তামিমের রসায়নও বেশ জমবে মনে করছে এই মুহূর্তে নিষেধাজ্ঞায় সময় পার করা সাকিব।
সম্প্রতি একটি লাইভে সাকিব বলেন, 'তামিম এর আগে অধিনায়ক-সহ অধিনায়ক দুটোই করেছে। এখন ওর বয়স ৩০-৩২। ওর জন্য খুবই ভালো সময় সব কিছু সুন্দর করে করার। আমার ধারণা ও একজন ভালো কোচ পেয়েছে, পারফেক্ট ওর জন্য।
খুব ভালো কাজ করবে আমার মনে হয়। ওর জন্য সুবিধা হবে দলটাকে বানিয়ে নিতে পারবে। ও যদি ওইভাবে সুযোগ পায় এবং কাজ করতে পারে, আমার মনে হয় সে অসাধারণ অধিনায়ক হবে।'
এখনও মাঠে না নামলেও ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই লাইভে দেখা যায় তাঁকে।
লাইভে তামিমের অতিথি হয়ে এখন পর্যন্ত এসেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, হাবিবুল বাশার, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।