promotional_ad

তবে কি বিশ্বকাপ পেছালে শাপেবর হচ্ছে বাংলাদেশের?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনাভাইরাসের কারণে শঙ্কা দেখা দিয়েছে টি-২০ বিশ্বকাপের আয়োজন যথাসময়ে হওয়া নিয়ে। আশঙ্কা করা হচ্ছে পিছিয়ে যেতে পারে সীমিত ওভারের বিশ্বকাপের এবারের আসরটি। আসন্ন বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তবে সেটি একপ্রকারে শাপেবর হবে বাংলাদেশের জন্য। এমনটাই মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।


সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।



promotional_ad

গেল বছরের অক্টোবরে আইসিসি দ্বারা দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) নিষিদ্ধ হয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা রয়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। এদিউকে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে চলতি বছরের ২৯ অক্টোবর। ফলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ মিস করবেন সাকিব। কেননা বিশ্বকাপের মাঝপথে সাকিবকে খেলতে দিবে না আইসিসি। যা কিনা বাংলাদেশের জন্য বড়ই দুশ্চিন্তার বিষয়।


কিন্তু টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে সাকিব অনায়াসেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারবেন বাংলাদেশ দলে। সেই সঙ্গে খেলতে পারবেন বিশ্বকাপও।


নান্নু বলেন,  'বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট নিয়ে চিন্তা করা কঠিন। যদি টুর্নামেন্ট পিছিয়ে যায়, তবে আমাদের দল তৈরির জন্য পর্যাপ্ত সময় পাব, কারণ আমরা দল নিয়ে অনেক বেশি পরীক্ষা করতে পারব। যদি সাকিবকে পাওয়া যায়, তবে আমরা উপকৃত হব। যদি সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারে, তবে আমাদের ভালো সুযোগ থাকবে।'



চলতি বছরের অক্টোবরের ১৮ তারিখ থেকে অস্ট্রেলিয়াতে শুরু হবার কথা রয়েছে টি-২০ বিশ্বকাপের ৭ম আসর। প্রথম রাউন্ড হবে বাছাই পর্বের খেলা। সেখান থেকে উত্তীর্ণ হওয়া দলগুলো খেলবে সরাসরি অংশ নেওয়া আটটি দলের সঙ্গে।


বাছাই পর্বের 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৯, ২১ ও ২৩ অক্টোবর যথাক্রমে তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। 'এ' গ্রুপে শ্রীলঙ্কা খেলবে আয়ারল্যন্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। তবে এর সবই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball