আইপিএলের বাইরেও ভারতীয়দের খেলার সুযোগ চান রায়না

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাইরে আর কোনো ফ্র্যঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদদের। বোর্ডের চুক্তির বাইরে এবং আইপিএলে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটাররাও এই নিয়মের বেড়াজালে বন্দি।
এই নিয়মের পরিবর্তন চান ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। তাঁর দাবি আইপিএল বাদেও অন্যান্য লিগে ভারতীয়দের খেলতে দেওয়া হোক। সম্প্রতি ইরফান পাঠানের সঙ্গে এক লাইভ প্রোগ্রামে একথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে রায়না বলেন, 'আমি আশা করি, আইসিসি বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিসিআই আলোচনা করবে এবং বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেবে। আমার মনে হয়, ইউসুফ (পাঠান), আমি, রবিন উথাপা, এরকম অনেক ভালো ক্রিকেটার আছে, যারা বাইরের লিগে খেলে অনেক শিখতে পারবে, সেটা যে লিগই হোক। আমাদেরকে দুটি লিগে (বাইরের) খেলার অনুমতি দিন।'
বিরেন্দর শেবাগ-যুবরাজ সিংরা অবসরের পর টি-টেন এবং গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন। এর ফলে আইপিএলে খেলার যোগ্যাতা হারিয়েছেন তারা। এই শর্ত অনেকেই মানতে পারছেন না। অনেক ক্রিকেটারই দেশের বাইরেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে চায়।
এ প্রসঙ্গ টেনে রায়না বলেন, 'আমরা বিসিসিআইয়ের চুক্তিতে নেই, কারও কারও আইপিএল চুক্তি নেই, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছি না এবং ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক পর্যায়ের নয়। সিপিএল হোক বা বিগ ব্যাশ বা যে কোনো লিগ, আমরা যদি মাস তিনেক মানসম্পন্ন ক্রিকেট খেলার সুযোগ পাই, তা আমাদের প্রস্তুত থাকতে সহায়তা করতে পারে।'