আইপিএল আয়োজন করতে চায় আরব আমিরাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মধ্যে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা। তবে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এবার আইপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত। তাদের এই প্রস্তাবটি গুরুত্ব সহকারেই নিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের ট্রেজারার অরুণ ধামাল জানিয়েছে বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন তারা।

আরব আমিরাতে আইপিএলের ম্যাচ নতুন কিছু নয়। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় এই টি-টোয়েন্টি আসরের ২০টি ম্যাচ আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল। তবে ২০২০ আইপিএল নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তারা।
এ প্রসঙ্গে ধামাল বলেছেন,‘আমরা চাইলে অবশ্যই আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে পারবে। তবে এখন যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই এখনই কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।’
আইপিএলের এবারের আসরটি আয়োজনের জন্য বেশ মরিয়া বিসিসিআই। প্রয়োজনে দর্শকশূন্য মাঠে টুর্নামেন্টটি আয়োজন করা যায় কিনা সেই বিষয়েও চিন্তা ভাবনা করছে তারা। যদিও ভারতে এখন কোনো ম্যাচ আয়োজনের পরিস্থিতি নেই।
২০০৯ সালের মতো সাউথ আফ্রিকায় আইপিএল আয়োজন করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ধামাল বলেছেন, ‘এই মুহূর্তে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের প্রধান বিষয়। এই মুহূর্তে পুরোবিশ্ব থমকে আছে। সুতরাং আমাদের কিছু করার নেই।’