promotional_ad

প্রিমিয়ার লীগে সব কিছুই সাজানো থাকে: পাইলট

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগের স্বচ্ছতা নিয়ে ক্রিকেটাঙ্গনে বারবারই অনেক কথা শোনা যায়। বড় দলকে সুবিধা দেয়া, ইচ্ছাকৃত বাজে আম্পায়ারিং থেকে শুরু করে সব ধরনের কথাই শোনা যায় প্রিমিয়ার লিগকে ঘিরে। এবার প্রিমিয়ার লিগ প্রসঙ্গে বিরুপ মন্তব্য করেছেন খালেদ মাসুদ পাইলট।


সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রিমিয়ার লিগে কোচিং করাতেও অপারগতা প্রকাশ করেছেন। গত আসরের প্রিমিয়ার লিগে অবশ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে কোচিং করান তিনি।



promotional_ad

মানবজমিনকে সম্প্রতি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করানোর মতো পরিবেশ দেখি না। এখানে সব কিছুই সাজানো থাকে। এখানে কে চ্যাম্পিয়ান হবে সেটাও আগেই ঠিক হয়ে থাকে। সেখানে দেয়ার মতো কিছু নেই, এমন যায়গায় কাজ করে কী লাভ?


আমার দলকে আমি চ্যাম্পিয়ন করাতে পারব না সেখানে কোচিং করানো দরকার কি? শেষ বছর প্রাইম ব্যাংকে কাজ করেছি। তাদের ম্যানেজম্যান্ট ভালো। তবে লীগে যে পরিবেশ হয়েছে এখানে আম্পায়াররাও স্বাধীন ভাবে কাজ করতে পারেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এমন পরিবেশে আর কোচিং করাবো না।’


বর্তমানে নিজ শহর রাজশাহিতে অবস্থান করছেন পাইলট। সেখানে নিজের একাডেমিতে সময় দিচ্ছেন তিনি। প্রিমিয়ার লিগের পরিবেশ ঠিক হলে আবারও কোচিংয়ে ফিরবেন, এমনটাও জানিয়েছেন।



পাইলট আরও বলেন, ‘আর কোচিং করাবো কিনা সেটি নির্ভর করে পরিবেশের উপর। যদি মনে হয় না সব কিছু ঠিক আছে তাহলে ফিরতেও পারি। তার আগে নিজের একাডেমি নিয়েই থাকব।’


করোনাভাইরাসের প্রকোপের কারণে এই বছরের প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত করা হয়েছে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball