মা দিবসে সন্তানদের প্রতি সাকিবের আহ্বান

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম 'মা'। 'মা' শব্দটি উচ্চারণের সাথে সাথে হূদয়ের গভীরে যে আবেগ ও অনুভূতি রচিত হয়, তাতে অনাবিল প্রশান্তির আবেশ নেমে আসে। সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়। পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পরিপূর্ণ মর্যাদা দিয়ে দিবসটি পালিত হয়। আজ বিশ্ব মা দিবস। এমন দিনে প্রতিটি সন্তানকে তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে মনে করিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
করোনাভাইরাসের মহামারী লম্বা সময় ধরেই চলছে এ দেশে। কম বয়সীদের থেকে বয়স্ক মানুষ এই রোগে আক্রান্ত হলে সুস্থ হয়ে ফেরার হার কম, তাই এমন দুর্যোগে মা'দের প্রতি বাড়তি যত্ন নিতে সকলকে আহ্বান জানান সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লিখেন, 'মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব।
মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছনতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।'
করোনা বাংলাদেশে ছড়িয়ে পড়ার শুরুর দিকেই যুক্তরাষ্ট্রে চলে যান আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে নিষেধাজ্ঞায় থাকা সাকিব। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তাঁর দ্বিতীয় কন্যা সন্তান।
দেশের বাইরে থাকলেও নিজের গড়া 'সাকিব আল হাসান ফাউন্ডেশনের' মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন সাকিব। ইতোমধ্যেই নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করে তহবিলে জমা করেছেন ২০ লাখ টাকা। প্রতিনিয়তই এই প্রতিষ্ঠানটি সামাজিক কাজকর্মে ব্যস্ত সময় পার করছে।