ছোটোবেলা থেকেই মাশরাফিকে অনুসরণ করেন আল আমিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বর্তমান প্রজন্মের বেশিরভাগ পেসারের আদর্শ মাশরাফি বিন মুর্তজা। তাঁর অভিষেকের আগে এবং পরে অনেক পেসারই বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন, তবে মাশরাফির মতো সফল হতে পেরেছেন খুব কম পেসারই।
তাই তরুণদের আদর্শ তিনি। জাতীয় দলের পেসার আল আমিন হোসেন জানিয়েছেন মাশরাফির বোলিং দেখেই তিনি ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। অনেক পথ পরিক্রমায় আজ তিনিও জাতীয় দলের পেসার।

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে আল আমিন বলেছেন, 'আসলে মাশরাফি ভাইয়ের বোলিং দেখেই ক্রিকেট খেলতে আসা। তিনি যে বোলিং করতেন, তাঁর পেস বোলিং দেখতাম। ছোটবেলা থেকেই তাঁর বোলিং দেখতাম। মাশরাফি ভাইয়ের বোলিং দেখেই আসলে পেস বোলিংয়ে এবং ক্রিকেট আসা।'
ছোটোবেলার সেই আইডলের সঙ্গে খেলতে পেরে দারুণ আনন্দিত আল আমিন। তিনি জানিয়েছেন, মাশরাফি এখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে না থাকলেও তাঁর প্রয়োজনীয়তা এখনও জাতীয় দলে ফুরিয়ে যায়নি বলে বিশ্বাস তাঁর।
আল আমিন বলেন, 'আমি দোয়া করবো সামনে যে খেলাগুলো থাকবে সেগুলোতে খেলবেন। হয়তো তিনি নেতৃত্ব দেবেন না তবে তাঁকে টিমে খুবই দরকার। তিনি এমন একজন মানুষ যিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি তাঁকে সবসময় মিস করি জাতীয় দলে।'