promotional_ad

ছোটোবেলা থেকেই মাশরাফিকে অনুসরণ করেন আল আমিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বর্তমান প্রজন্মের বেশিরভাগ পেসারের আদর্শ মাশরাফি বিন মুর্তজা। তাঁর অভিষেকের আগে এবং পরে অনেক পেসারই বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন, তবে মাশরাফির মতো সফল হতে পেরেছেন খুব কম পেসারই।


তাই তরুণদের আদর্শ তিনি। জাতীয় দলের পেসার আল আমিন হোসেন জানিয়েছেন মাশরাফির বোলিং দেখেই তিনি ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। অনেক পথ পরিক্রমায় আজ তিনিও জাতীয় দলের পেসার।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে আল আমিন বলেছেন, 'আসলে মাশরাফি ভাইয়ের বোলিং দেখেই ক্রিকেট খেলতে আসা। তিনি যে বোলিং করতেন, তাঁর পেস বোলিং দেখতাম। ছোটবেলা থেকেই তাঁর বোলিং দেখতাম। মাশরাফি ভাইয়ের বোলিং দেখেই আসলে পেস বোলিংয়ে এবং ক্রিকেট আসা।'


ছোটোবেলার সেই আইডলের সঙ্গে খেলতে পেরে দারুণ আনন্দিত আল আমিন। তিনি জানিয়েছেন, মাশরাফি এখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে না থাকলেও তাঁর প্রয়োজনীয়তা এখনও জাতীয় দলে ফুরিয়ে যায়নি বলে বিশ্বাস তাঁর।


আল আমিন বলেন, 'আমি দোয়া করবো সামনে যে খেলাগুলো থাকবে সেগুলোতে খেলবেন। হয়তো তিনি নেতৃত্ব দেবেন না তবে তাঁকে টিমে খুবই দরকার। তিনি এমন একজন মানুষ যিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি তাঁকে সবসময় মিস করি জাতীয় দলে।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball