দলের ব্যাটিং অগ্রগতিতে মুগ্ধ ডমিঙ্গো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গেল বছরের শেষ দিকে হেড কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব বুঝে পেয়েছেন রাসেল ডমিঙ্গো। দায়িত্ব বুঝে নেবার পর থেকেই অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে এই প্রোটিয়াকে। দলের উত্থানের সাথে সাথে দেখেছেন পতনও। তবে সব কিছু ছাপিয়ে তাঁর নজর কেড়েছে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং পারফরম্যান্স।
জাতীয় দলের ব্যাটসম্যানদের ব্যাটিং অগ্রগতিতে বেশ খুশি এই কোচ। সম্প্রতি শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ডমিঙ্গো বলেন, 'আমার মনে হয় আমাদের ব্যাটিংয়ে উন্নতি এসেছে। বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। তামিম ও মুশফিক তো আছেই। ওরা নিয়মিত বড় কিছু করছে। লিটন, মিঠুন, শান্ত (নাজমুল), মুমিনুলদের এগিয়ে আসতে দেখে ভালো লাগছে। সবচেয়ে বড় উন্নতিটা বলব ব্যাটিংয়েই।'
একই সঙ্গে জাতীয় দলের এই হেড কোচ মনে করেন করোনা সঙ্কট কাটিয়ে উঠার পর পেসারদের বেশি পরিশ্রম করতে হবে। কেননা তাঁর মতে খেলা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে পেসারদের। খেলা পুনরায় মাঠে গড়ালে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ব্যাটিং বোলিং দুই বিভাগেই সাফল্য দেখতে চান তিনি।
এই প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, 'আমরা দেশের বাইরে কেমন করছি, সেটা দেখতে হবে। এই জায়গায় অনেক কাজ বাকি। ভিন্ন ভিন্ন কন্ডিশনে ব্যাটিং–সাফল্য দরকার। আমাদের ফাস্ট বোলারদের বাইরে গিয়ে ধারাবাহিকভাবে উইকেট নিতে হবে। চাপ সৃষ্টির বোলিং করতে হবে। অনেক কাজ করার বাকি ফাস্ট বোলারদের নিয়ে।'
করোনাভাইরাসের প্রকোপের কারণে লম্বা সময় ধরে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। মাঠে কবে ক্রিকেট ফিরবে সেটারও নেই কোনও নিশ্চয়তা।