promotional_ad

আড়াই লক্ষাধিক রুপিতে বিক্রি হলো রাহুলের বিশ্বকাপ ব্যাট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রকোপে ধুঁকছে সারা বিশ্ব। এমন বৈশ্বিক বিপর্যয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বিত্তবানেরা। পিছিয়ে নেই ক্রিকেটাররাও। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। এর ভেতর কেউ ব্যক্তিগত তহবিল থেকে, কেউ ফাউন্ডেশন গড়ে আবার কেউবা নিজের পছন্দের ক্রিকেট স্মারক নিলামে তুলে সেই অর্থ দান করছে।


এই ধরুন জস বাটলার এবং সাকিব আল হাসানের কথা। নিজেদের গেল বিশ্বকাপে ব্যবহৃত স্মারক নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ দান করেছেন করোনায় বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে। এবার বাটলার এবং সাকিবের দেখানো পথে হাঁটলেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল।


promotional_ad

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল গঠনের লক্ষ্যে নিজে ক্রিকেট স্মারক নিলামে তোলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ভারতীয় সমর্থক গোষ্ঠী ভারত আর্মির মাধ্যমে সম্পন্ন হওয়া এই নিলাম হতে প্রাপ্ত প্রায় ৮ লাখ রুপির পুরোটাই যাচ্ছে ‘অ্যাওয়ার ফাউন্ডেশনে’।


রাহুল তাঁর ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহার করা ব্যাট, প্যাড, গ্লাভস ও জার্সি নিলামের জন্যে উঠিয়েছিলেন। তিন ফরম্যাটের একটি করে জার্সি উঠানো হয় নিলামে। এসজি ব্র্যান্ডের একটি ব্যাট, ভারত জাতীয় দলের একটি হেলমেট, এক জোড়া প্যাড, এক জোড়া গ্লাভস ও তিনটি জার্সি থেকে মোট পাওয়া গেছে ৭ লাখ ৯৯ হাজার ৫৭২ রুপি।


নিলামে ব্যাটটি বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ২২৮ রুপিতে। প্যাড জোড়া ৩৩ হাজার ২৮ রুপি এবং গ্লাভসের দাম উঠে ২৮ হাজার ৭৮২ রুপি। নিলামে লোকেশ রাহুলের  ওয়ানডে জার্সিটি বিক্রি হয় ১ লাখ ১৩ হাজার ২৪০ রুপিতে। টেস্ট জার্সিটি ১ লক্ষ ৩২ হাজার ৭৭৪ রুপি এবং টি-টোয়েন্টি জার্সিটি বিক্রি হয় ১ লক্ষ ৪ হাজার ৮৪২ রুপিতে।


এর আগে গেলো বিশ্বকাপের ফাইনালের নিজের জার্সিটি নিলামে তোলেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। সেই জার্সিটি সেটি বিক্রি হয় ৬৫ লাখ পাউন্ডে। অর্জিত অর্থ পুরোটাই ব্যয় হচ্ছে করোনা সংক্রমণ মোকাবেলাতে।


বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও বিশ্বকাপে দুর্দান্ত খেলা নিজের এসজি ব্র্যান্ডের ব্যাটটি নিলামে বিক্রি করেন। ২০ লাখ টাকা মূল্য হাঁকিয়ে ব্যাটটি নিজের করে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball