১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন সানা মীর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। শনিবার (২৫ এপ্রিল) সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
লম্বা ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সানা। ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি।২০০৯ সালে পাকিস্তানের নেতৃত্ব পান এই অফ স্পিনিং অলরাউন্ডার।

এরপর ২০১৭ পর্যন্ত পাকিস্তানকে ১৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১২০ ওয়ানডেতে তাঁর নামের পাশে রয়েছে ১৫১ উইকেট। আর ১০৬ টি-টোয়েন্টি খেলে ৮৯ উইকেট নিয়েছেন সানা।
বোলিংয়ের মতো ব্যাট হাতেও সাবলীল ছিলেন পাকিস্তানের এই নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ওয়ানডেতে ৩টি হাফসেঞ্চুরিসহ ১৭.৯১ গড়ে ১৬৩০ রান এবং টি-টোয়েন্টিতে ১৪.০৭ গড়ে ৮০২ রান এসেছে তার ব্যাট থেকে।
২০০৫ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছেন তিনি ২০১৮ সালে। এই সময় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারের মর্যাদা পেয়েছিলেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে সানা বলেছেন, ‘গত কয়েকটি মাস আমাকে এটা নিয়ে ভাবার সুযোগ দিয়েছে। আমি মনে করছি, নিজেকে সামনে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। আমার বিশ্বাস, দেশ এবং এই খেলাটার জন্য আমি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে পেরেছি।’