বেঙ্গালুরু ছাড়বেন না কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে ট্রফি জিতিয়েই বেঙ্গালুরুতে নাম লেখান তিনি। এরপর নয় মৌসুম ধরে একই দলের জার্সি গায়ে খেলছেন তিনি।
তবে দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি ভারতের হয়ে বিশ্বকাপসহ অনেক শিরোপা জেতা কোহলি। ভারতের এই অধিনায়ক জানিয়েছেন, যতদিন আইপিএল খেলবেন, বেঙ্গালুরুর হয়ে খেলতে চান তিনি। দলকে এনে দিতে চান অধরা শিরোপা।

কদিন আগেই বেঙ্গালুরু নিজেদের ইনস্টাগ্রাম পেজে কোহলির অভিষেকের ছবি দিয়েছিল। সেই ছবি স্মৃতিকাতর করে দিয়েছে কোহলিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কাল কোহলি লাইভ চ্যাটে আড্ডা দিয়েছেন বেঙ্গালুরুর সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে।
সেখানে কোহলি বলেছেন, '২০০৮ সালে যেদিন প্রথম বেঙ্গালুরুর হয়ে খেলেছিলাম ওই ছবিটা গত সপ্তাহে ইনস্টাগ্রামে দিয়েছিল ক্লাবটি। এখন ২০২০ সাল। এত দিন ধরে খেলছি এই ক্লাবে। সত্যি এটা একটা অসাধারণ সফর। আমরা এক সঙ্গে খেলে দলকে ট্রফি এনে দেব, এটাই আমাদের স্বপ্ন।'
বেঙ্গালুরুর অধিনায়ক আরও বলেন, 'যদিও তিনবার (২০০৯, ২০১১ ও ২০১৬) খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারিনি। সাফল্য না পেলে খুব খারাপ লাগে। কিন্তু যতদিন আইপিএল খেলব, এই দলটাকে ছাড়ব না। কারণ এই দলের ভালোবাসা এবং বিশ্বস্ততা এক কথায় অসাধারণ।'