বাউন্সারে ভয় পেয়েছিল মুশফিকরা, দাবি শামির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শর্ট বল বরাবরই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিছুটা ভীতির কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর সেটি যদি হয় টেস্টে তাহলে তো কথাই নেই। প্রতিপক্ষের বাউন্সারে সাদা পোশাকের খেলায় নাকাল হতে হয় তামিম-মুমিনুলদের। যদিও কখনো তাঁরা শিকার করেননা বিষয়টা কিন্তু মাঠে এর যথেষ্ট প্রমাণ মিলে।
বছরের শুরুতে খেলা ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টেও ভারতের বাউন্সার এবং পেস তোপে নাকাল হতে হয়েছিল বাংলাদেশকে। ভারতের পেসার মোহাম্মদ শামি মনে করেন গোলাপী বলের টেস্টে তাদের বাউন্সার বেশ ভীতি ধরিয়ে দিয়েছিল তামিম-মুশফিকদের। ভারতীয় বাউন্সার ভয় পেয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। এমনটাই দাবি এই ভারতীয় পেসারের।

শামি বলেন, 'সত্যি বলতে আমি বুঝতে পারছি না গোলাপি বলে এমন কি আছে। খেলা শুরু হয় বিকেলের দিকে যে কারণে বল থেকে বেশি সুবিধা নিতে পারে না বোলাররা। আমরা যখন বাংলাদেশের সাথে দিবারাত্রি টেস্ট খেললাম। এসজি বল দিয়ে খেলা হয়। এই বল দিয়ে আসলে বোঝা যাচ্ছিলো না কখন সিম করবে বা সুইং করবে।'
'আমি বোলিংয়ে এসে চিন্তা করলাম শর্ট বোলিং করবো। তখন দেখলাম বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি ঘাবড়ে যাচ্ছে। যখন কেউ অতিরিক্ত শর্ট বোলিং করে ঘাবড়ালে চলবে না। ওরা এই ভুলটাই করেছিলো। এইটাই সত্য, সত্য বলতে আমি দ্বিধাবোধ করি না।'
গত বছর ভারত তার উদ্বোধনী ডে-নাইট টেস্টে বাংলাদেশকে ডেকেছিল। ইডেন গার্ডেনে ডে-নাইট টেস্টে বাংলাদেশ দলকে একটি ইনিংস এবং ৪৬ রানে হারিয়েছে।