promotional_ad

সিরিজ খেলার জন্য তাড়াহুড়ো নয়ঃ ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রকোপে অন্য সবকিছুর মতো থেমে আছে ক্রিকেটও। মাঠে কবে খেলা ফিরবে সেটার ঠিক নেই। তবে খেলা চালু করার জন্য তাড়াহুড়ো করতে নারাজ বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


ইতোমধ্যেই ঘরের মাটিতে ও বিদেশে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। মাঠে কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলা শুরু করবে বাংলাদেশ, সেটাও এখনও অনিশ্চিত।



promotional_ad

এসব মেনে নিয়েছেন ডমিঙ্গো। যদিও মাঠে দ্রুত খেলা শুরু হওয়া নিয়ে আপত্তি আছে তাঁর। এই দক্ষিণ আফ্রিকানের মতে, মাঠ থেকে অনেকদিন দূরে আছেন ক্রিকেটাররা।


ঘরে চাইলেও সেভাবে প্রস্তুতি নিতে পারছেন না মুশফিকুর রহিম- মাহমুদউল্লাহ রিয়াদরা । ফলে ক্রিকেটীয় ফিটনেস থেকে এখন অনেকটাই দূরে তারা।


উপযুক্ত ফিটনেস না আসা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার পক্ষে নন ডমিঙ্গো। একইসাথে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক অবস্থান নিয়েও ভাবছেন তিনি। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আগে অনুশীলন ক্যাম্প শুরু করার কথা বলছেন তিনি।



কালের কণ্ঠকে ডমিঙ্গো বলেন, 'যত যা-ই বলুন, এই সময়ে প্রয়োজনীয় ফিটনেসের মান ধরে রাখা সহজ ব্যাপার নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে তাই তড়িগড়ি করে সিরিজ খেলতে নামাটা ঠিক হবে না। এর আগে পুরো দল নিয়ে অন্তত কয়েক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করে নিতে হবে। এ রকম লম্বা বিরতির পর মানসিকভাবে ধাতস্ত হওয়ার ব্যাপারও আছে।


সেই সঙ্গে টেকনিক্যাল ব্যাপারগুলো ঝালাই করে নেয়ার ব্যাপারও। মনে রাখতে হবে, নেট থেকে শুরু করে ক্রিকেটীয় কোনও কিছুর সঙ্গেই অনেক দিন ধরে দেখা নেই ক্রিকেটারদের। কাজেই বিরতির পর ছেলেদের মানসিক, শারীরিক ও টেকনিক্যাল দিক থেকে পুরোপুরি ফিট করে তুলতে হবে আগে। সেজন্যই বললাম সিরিজ খেলার জন্য তাড়াহুড়ো করা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball