promotional_ad

অপুর মানবিকতায় মুগ্ধ তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১০ জন। মোট আক্রান্তের ৩৮৭ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। এর ফলে নারায়ণগঞ্জে বাসিন্দাদের জীবনযাত্রা এখন বিপর্যন্ত। 


এমন অবস্থায় নিন্মবৃত্তদের সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক একটি ছবি পোস্ট দিয়েছেন ফেসবুকে সেখানে দেখা যাচ্ছে অপু নিজ হাতে চাল মেপে দিচ্ছেন।


সেই পোস্টে তামিম লিখেছেন, 'ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।'



promotional_ad

অপুর এই সহায়তায় এগিয়ে এসেছেন তামিম নিজেও। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, 'নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ।'


অপুর এই বীরত্বের প্রশংসা করে তামিম বলেছেন 'অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়। অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!'


করোনা মোকাবেলায় অনেক আগে থেকেই মাঠে নেমেছেন তামিম। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তামিম নিজেও বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন করোনার প্রাদুর্ভাব মোকাবেলায়। এ ছাড়া একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ৩০০ পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball