promotional_ad

সেঞ্চুরির সব ব্যাট নিলামে তুলতে চান আশরাফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একদিন আগেই এক ভিডিও বার্তায় মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, করোনাভাইরাসে প্রাদুর্ভাব মোকাবেলায় নিজের বেশ কিছু স্মারক নিলামে তুলতে চান তিনি। এবার সেই সব ক্রিকেটীয় স্মারক নিয়ে সবার সামনে এলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


এর মধ্যে রয়েছে ২০০১ সালে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করা ব্যাটটি। এ ছাড়া ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো ব্যাটটিও তাঁর সংগ্রহে আছে। আশরাফুল জানিয়েছেন, সেঞ্চুরি করা প্রতিটি ব্যাটই তাঁর সংগ্রহে আছে। এ ছাড়া অভিষেক টেস্টের টুপি, টেস্ট জয়ী ম্যাচের স্টাম্পও আছে তাঁর কাছে। যদি সব ঠিকভাবে বিক্রি হয় নিলাম থেকে প্রাপ্য অর্থ খরচ করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে।



promotional_ad

এ প্রসঙ্গে ভিডিও বার্তায় আশরাফুল বলেছেন, 'এখন এমন একটা পরিস্থিতিতে আছি আমরা, করোনা ভাইরাসের কারণে ২১০টির বেশি দেশ আক্রান্ত। এই সময় মুশফিককে দেখলাম তাঁর ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে উঠাচ্ছে আমিও আশা করবো প্রয়োজন হলে আমি আমার সব সেঞ্চুরির ব্যাট উঠাতে চাই। যদিও এই দুটো ব্যাট আমার জন্য অনেক স্পেশাল, বাংলাদেশের জন্যও। এই সময় যদি এগুলো নিলামে উঠে করোনাভাইরাসে আক্রান্তদের পাশে থাকতে পারি আমি। খুবই খুশি হবো। আমি যদি কিছু সাহায্য করতে পারি আমার অনেক বড় পাওয়া হবে।'


নিজের সংগ্রহে থাকা জিনিসগুলোর কথা জানিয়ে আশরাফুল বলেন, 'আমার ২০০১ এর সেপ্টেম্বরে আমার টেস্ট অভিষেক হয়েছিল। সেই টেস্ট ম্যাচে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলাম। আমার হাতের ডান পাশে BAS লিখা যে ব্যাটটি রয়েছে এটি দিয়ে আমি ১১৪ রান করেছিলাম এবং সেটা আমাকে এবং বাংলাদেশকে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছিল।'


২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন এক বোতল শ্যাম্পেন, যা এখনো আশরাফুলের কাছে অক্ষত আছে। সেই শ্যাম্পেনও নিলামে তুলতে চান এক সময়ের এই জনপ্রিয় ক্রিকেটার। আশরাফুলের ইচ্ছে ছিল বুড়ো হলে এগুলো নিলামে তুলবেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি এগুলো নিলামে তুলছেন।



বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেছেন, 'আমার হাতের ডান পাশে যে ব্যাটটি দেখছেন এই ব্যাট দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার পর আমরা ম্যাচ জিতেছিলাম। ম্যাচ জেতার পর এই শ্যাম্পেনটা পেয়েছিলাম। আমার প্রতিটি সেঞ্চুরির ব্যাট বলেন স্টাম্প বলেন সবকিছুই আমার বাসায় আছে। পরিকল্পনা ছিল যখন বুড়ো হয়ে যাবো যদি বেঁচে থাকি তাহলে এগুলো নিলামে দেবো। বাংলাদেশে ওই সংস্কৃতিটা এখনও তৈরি হয়নি। বুড়ো হলে হয়তো এই সংস্কৃতি চলে আসবে। নিলামে তুলে এই ফান্ড দিয়ে আমি মানুষের পাশে থাকবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball