promotional_ad

চিকিৎসকদের পাশে মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগেই এগিয়ে আসেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান অনেক আগেই খেলোয়াড়দের গড়া তহবিলে নিজের এক মাসের অর্ধেক বেতন অনুদান দেন। এবার নিজ জেলা বগুড়ার ডাক্তারদের সেবায় এগিয়ে এসেছেন তিনি।


বগুড়ার স্বাস্থ্যকর্মীদের ২০০টি পিপিই, ২০০টি মাস্ক ও ২০০টি হ্যান্ড গ্লাভস দিয়েছেন পরিশ্রমী এই ক্রিকেটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন বগুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সামির হোসেন মিশু।



promotional_ad

বুধবার সামির বলেন, 'মুশফিক বগুড়া মেডিক্যালের ডাক্তারদের ২০০টি পিপিই, ২০০টি মাস্ক ও ২০০টি হ্যান্ড গ্লাভস দিয়েছেন। এখানকার ডাক্তাররা সবাই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। এই সংকটের সময় তারা মানুষের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে।


আমরা মুশফিককে আমাদের প্রয়োজনের কথা জানিয়েছি। সাথে সাথে তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। যেসব চিকিৎসক এই মুহূর্তে সেবা দিচ্ছে তাদের কাছে আমরা এসব প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছি। বাকিদের আমরা আস্তে আস্তে দিয়ে দেব।'


এর আগে গত মঙ্গলবার, ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানানোর সময় সমাজের সচ্ছল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



মুশফিক বলেন, 'বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং যার যার বাসা থেকে নববর্ষ উদযাপন করেছেন। আমাদের দেশ এবং পুরো বিশ্ব করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করছে। এই সময়ে ডাক্তার, নার্স, ক্লিনার্স, পুলিশ, র‍্যাব, আর্মি এবং যারা এই কাজে এগিয়ে এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করবেন।


আমি যতটুকু পারছি, ততটুকু সাহায্য করছি। আপনারাও এগিয়ে আসবেন। এ সময়ে শুধু নিজের কথা না, বরঞ্চ সবার কথা চিন্তা করবেন, আপনার প্রতিবেশি বা পুরো দেশের কথা, এমনটা আশা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball