অভিষেকের দ্বারপ্রান্তে আফিফ ও নাঈম
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার (৬ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাদের। ওয়ানডে অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা আ??ে আফিফ হোসেন ও নাঈম শেখের।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ম্যাচের কথা বিবেচনা করে মুশফিকুর রহিমকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারে খেলা দলটি নিয়েই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোয় মুশফিককে তাই পাচ্ছে না দল। তৃতীয় ওয়ানডেতে দলে জায়গা পাওয়া সৌম্য সরকারেরও এই ম্যাচে খেলার সম্ভাবনা কম।

একইসঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও আল আমিন হোসেনকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শফিউল ইসলাম ইতোমধ্যেই ধাকায় এসেছেন পারিবারিক কারণে।
শান্তর পরিবর্তে মাঠে নামতে পারেন মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া আল আমিনের বদলে মুস্তাফিজুর রহমান এবং শফিউলের পরিবর্তে খেলতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এই ম্যাচ দিয়েই ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।