এবার করোনাতে স্থগিত ইপিএল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এভারেস্ট প্রিমিয়ার লিগ বা ইপিএল নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় সরকারী নির্দেশনা মোতাবেক সাময়িক সময়ের জন্য এবারের ইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে ১৪ ই মার্চ শুরু হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টটি। ক্রিস গেইল, সন্দীপ লামিচানে এবং মোহাম্মদ শাহজাদের মতো তারকাদের খেলার কথা ছিল এই আসরে। তবে শেষ পর্যন্ত নিরাশ হতে হচ্ছে দর্শকদের।

করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি স্থগিত করার পর এক বিবৃতিতে বলা হয়েছে, 'পরিস্থিতি যখনই অনুকূল হবে তখনই খেলার সময় পুনর্নির্ধারণ করা হবে।'
করোনাভাইরাস বিস্তার সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের ফলে বিশ্বজুড়ে বেশ কিছু ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। যার মধ্যে টোকিও অলিম্পিক অন্যতম। এবার একই পথে হাঁটছে ইপিএলও।
করোনাভাইরাসের শঙ্কায় ইপিএল স্থগিত করায় দুঃখ প্রকাশ করেছেন টুর্নামেন্টটির ব্যবস্থাপনা পরিচালক আমির আক্তার।
তিনি বলেন, '২০২০ সালের ইপিএল অস্থায়ীভাবে স্থগিত রাখার জন্য আমরা স্বাভাবিকভাবেই দুঃখপ্রকাশ করছি। তবে আমাদের সমস্ত নেপালি ও বিদেশী খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুস্থতার প্রাধান্য পাবে সবার আগে।
একই সঙ্গে কঠিন এই সময়ে নেপাল সরকারের সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমির আক্তার।