promotional_ad

বিসিবির কাছে পেশাদারিত্ব চান মাশরাফি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি জানিয়েছেন, পেশাদারিত্ব থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে যেই অধিনায়ক হোক তাঁকে যেন পর্যাপ্ত সময় দেয়া হয় সেটাই আহ্বান করেছেন বিদায়ী এই অধিনায়ক।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছে, নতুন অধিনায়ককে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হবে। এই পরিকল্পনায় বিসিবি যেন নিজেদের পেশাদারিত্ব ধরে রাখে সেটাই প্রত্যাশা মাশরাফির।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি বিশ্বাস করি আমি সিদ্ধান্তটা পেশাদারিত্বের সঙ্গে নিয়েছি। আমি আশা করব যারা পরের অধিনায়ক নিয়ে যে পেশাদারিত্বে আলোচনা করেছে, সেটা যেন ধরে রাখে। অধিনায়ককে ভালো খারাপ মিলিয়ে যথেষ্ট সময় দিয়েই যেন ২০২৩ বিশ্বকাপ চিন্তা করা হয়।'


অধিনায়ক হয়ে এসে কেউ খারাপ করলেই তাঁকে যেন বাদ দেয়া না হয় এমন অনুরোধ করেছেন মাশরাফি। এ ছাড়া বোর্ড যেন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে এমনটাই আহ্বান মাশরাফির।


তিনি বলেন, 'যে কথাগুলো হয়েছে, আমি আশা করব এই কথাগুলো যেন শক্ত থাকে। পরের অধিনায়ক কিন্তু ২০২৩ এর, এমন না যে এক বছরের জন্য। হুট করে যেন খারাপ করলেই কাউকে যেন বাদ না দেয়া হয়। যেটা বাংলাদেশে হচ্ছে। সেটা হলে কিন্তু আমাকে নিয়ে যে প্রক্রিয়া চালু হয়েছে, সেটাতে শক্ত থাকা হলো না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball