অধিনায়ক সাকিবকে নিয়ে নিশ্চিত নন মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষোণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
মাশরাফি অবশ্য উত্তরসূরি হিসেবে কারো নাম প্রস্তাব করেননি। সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় না থাকলে নতুন অধিনায়ক হিসেবে তাঁর নামই সবার আগে আসতো। মাশরাফিও জানেন না সাকিব আসার পর প্রক্রিয়াটা কি হবে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'কারো নাম বলা তো কঠিন। এটা অবশ্যই বোর্ডের সিদ্ধান্ত যে কে হবে। সিনিয়র যারা আছে, সাকিব তো বাইরে যারা আছে, সে প্রক্রিয়াটা কি আমি জানি না।'
মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন, সাকিব নিষেধাজ্ঞায় এমন অবস্থায় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে থেকে কাউকে অধিনায়ক হিসেবে বেঁছে নেয়া উচিত বলে মনে করেন মাশরাফি। তাদের প্রত্যেকেই অধিনায়কত্ব করতে সক্ষম বলে বিশ্বাস বিদায়ী এই অধিনায়কের।
মাশরাফির ভাষ্য, 'সাকিব আসার পর কি হবে বা প্রক্রিয়াটা কি কাউকে দিয়ে শুরু হবে কিনা। আমি নিশ্চিত যে বাকি তিনজন যারা আছে, তাদের অধিনায়কত্ব করার সক্ষমতা আছে। বোর্ড সেরা একজনকে বেছে নেবে।'