ক্রিকেটার না হলে মাছের ব্যবসা করতেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচে মাঠে নামবেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ওয়ানডে দলপতি।
অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না মাশরাফি। দলের অংশ হয়ে থাকার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ডানহাতি এই পেসার মনে করেন, তার জীবনের অব অর্জন এই ক্রিকেটের মাধ্যমেই এসেছে।
ক্রিকেটার হওয়ার কারণেই আজ এই জায়গায় আসতে পেরেছেন মাশরাফি। তবে কোনো কারণে ক্রিকেটকে পেশা না বানাতে পারলে মাছের ব্যবসা করতেন ওয়ানডে দলপতি। পারিবারিক ব্যবসাকেই বেছে নিতেন তিনি।

মাশরাফি বলেন, ‘ক্রিকেটার হয়েছি বলে আজ এই জায়গায় আসতে পেরেছি, এই চেয়ারে বসতে পেরেছি। আমার জীবনে যা অর্জন তার প্রায় সবই ক্রিকেটের জন্য। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। যদি ক্রিকেট না খেলতাম হয়তো মাছের ব্যবসা করতাম। পারিবারিকভাবে আমাদের মাছের ব্যবসা আছে। আমাদের অনেকগুলো ঘের ???ছে।’ আরও যোগ করেন ওয়ানডে দলপতি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি।
ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার অধীনে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ২০১৯ বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতে মাশরাফি বাহিনী।
২০১০ সালে দলের গুরুদায়িত্ব বুঝে পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে ঠিকভাবে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এরপর ২০১৪ সালে ফের পুরোদমে টাইগারদের দায়িত্ব বুঝে নেন টাইগার এই দলপতি।
এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দুইটি বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার।
৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার এই দলপতি। এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।