সেই যোশি এখন কোহলিদের নির্বাচক
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সুনীল যোশিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসএ)। ইন্টার্ভিউ দিতে আসা পাঁচজনের মধ্যে থেকে সাবেক এই স্পিনারকে বেছে নেয় সিএসএ।
সিএসএ'র মুখোমুখি হওয়া বাকি চার সদস্য হলেন ভেঙ্কটেশ প্রসাদ, হরবিন্দর সিং, রাজেশ চৌহান ও লক্ষ্মণ শিভারামকৃষ্ণান। অপরদিকে সিএসই'র প্যানেলে ছিলেন তিন সাবেক ক্রিকেটার মদন লাল, আরপি সিং ও সুলক্ষণা নায়েক।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত দেশের জার্সি গায়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলেন যোশি। বাঁহাতি স্পিনার টেস্ট ও ওয়ানডেতে নিয়েছেন যথাক্রমে ৪১ ও ৬৯টি উইকেট। দুই সংস্করণের ক্রিকেটেই এক বার করে পাঁচ উইকেট নেন তিনি।
২০০৮ ও ২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়েও খেলেন সাবেক এই স্পিনার। ২০১১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
কোচ হিশেবেও বেশ অভিজ্ঞ যোশি। অবসর ঘোষণার বছরে হায়দরাবাদ রঞ্জি দলের কোচ এবং তারপরে ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরের কোচ হিশেবে দায়িত্ব পালন করেন যোশি।
২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমান দলের স্পিন বোলিং কোচ হিশেবে যোগদান করেন তিনি। এরপর ২০১৭ সালে, বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক হিশেবে আনা হয় যোশিকে।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলেও কাজ করেন করেন যোশি।