৫০০ তে দশ হাজারে পোলার্ড
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ৫০০ নম্বর ম্যাচটি খেলে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, যা একটি বিশ্বরেকর্ড। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি আসর মাতানো এই ক্রিকেটারের মোট রান এখন দশ হাজার!
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে ৫০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর মিলিয়ে এতোগুলো ম্যাচ এর আগে কেউই খেলেননি।

ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডার। তাঁর হাতে ৫০০ নম্বর খচিত জার্সি তুলে দেয়া হয়। সতীর্থদের আলিঙ্গনও করেছেন গত এক দশক কাঁপানো এই অলরাউন্ডার। এরপর ম্যাচেও তিনি ওই বিশেষ জার্সিটি পড়ে খেলেন।
ম্যাচের আগে পোলার্ডের রান ছিল নয় হাজার ৯৬৬। ম্যাচটিতে তিনি করেন ৩৪ রান। ফলে টি-টোয়েন্টিতে পোলার্ডের রান বর্তমানে দশ হাজার। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে তাঁর চাইতে বেশি রান কেবল গেইলের (১৩, ২৯৬ রান)।
এছাড়া আরও কিছু রেকর্ড আছে পোলার্ডের নামে। টি-টোয়েন্টিতে কমপক্ষে সাত হাজার রান ও অন্তত ২৫০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার হচ্ছেন পোলার্ড।
৩২ বছর বয়সী পোলার্ড বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পোলার্ড এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি ফাইনাল খেলেছেন।