তামিম এরকম ইনিংস খেলতে পারে সেটা জানিঃ মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনারের ঝড়ো ইনিংসে ভর করে আগে ব্যাট করে ৩২২ রান করেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে ৩১৮ পর্যন্ত পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে।
যদিও শেষ হাসি হেসেছে বাংলাদেশই। এই ম্যাচ ৪ রানের ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তামিমের জন্য এমন ইনিংস অপেক্ষা করছে সেটা জানতেন না তিনি।

তাঁর বিশ্বাস ছিল তামিম এমন ইনিংস খেলতে পারেন। এই বড় ইনিংসটি তামিমের এবং দলের জন্য ভালো হয়েছে বলে ধারণা মাশরাফির। তাই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি বলেছেন, 'আমরা জানতাম না এরকম ইনিংস অপেক্ষা করছে। এরকম ইনিংস খেলতে পারে সেটা জানি। অবশ্যই ওর জন্য ভালো এবং টিমের জন্যও ভালো যে এরকম বিগ রান হয়েছে। এটা খুব ইতিবাচক দিক।'
তামিমের ১৫৮ রানের ইনিংসটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগেও রেকর্ডটি দখলে ছিল তামিমের। হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই করা ১৫৪ রানের ইনিংস এদিন ছাড়িয়ে গেছেন তামিম।