হাফ সেঞ্চুরির পর মাধেভেরেকে ফেরালেন তাইজুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৩২২/৮ (৫০ ওভার) (তামিম ১৫৮, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*; তিরিপানো ২/৫৫)
জিম্বাবুয়েঃ ১৮৪/৫ (৩৭ ওভার)
তামিম ইকবালের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করছে জিম্বাবুয়ে।
হাফ সেঞ্চুরির পর মাধেভেরেকে ফেরালেন তাইজুলঃ

পঞ্চম উইকেটে ৮১ রান যোগ করেছেন সিকান্দার রাজা এবং মাধেভেরে। তিনি ৫৬ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে তাঁর ইনিংসটি বড় করতে দেননি তাইজুল। ব্যক্তিগত ৫২ রানে তাকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন তাইজুল।
জমে যাওয়া কামুনহুকামউইর উইকেট নিলেন তাইজুলঃ
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কামুনহুকামউই। তাঁকে বোল্ড করে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
উইলিয়ামসকে ফেরালেন মিরাজঃ
টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর কামুনহুকামউইর জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটসম্যান শন্ট উইলিয়ামসের সঙ্গে। ১৪ রান করা উইলিয়ামসকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন মিরাজ।
মিরাজের ডিরেক্ট থ্রোতে সাজঘরে টেলরঃ
চিবাবা ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন টিনাশে কামুনহুকামউইর এবং ব্রেন্ডন টেলর। তবে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন টেলর।
উইকেট এনে দিলেন শফিউলঃ
শুরু থেকেই দারুণ বোলিং করছিলেন মাশয়াফি বিন মুর্তজা এবং শফিউল ইসলাম। সফলতা এসেছে চতুর্থ ওভারেই। জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভাকে ব্যক্তিগত ২ রানে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেছেন শফিউল।