একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
ইতোমধ্যেই এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার মুস্তাফিজুর রহমান। একাদশে জায়গা পেয়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শফিউল ইসলাম, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ
তিনাশে কামুহুকামওয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুমবমি, টিনোটেন্ডা মুটম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিশুমা।