promotional_ad

সিরিজের মাঝপথে দেশে ফিরে গেলেন ভেটরি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত সোমবার (২ মার্চ) রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি। ক্রিকফ্রেঞ্জিকে এ কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।


নিজামউদ্দিন বলেন, 'আমাদের মনে হয়েছে এই সিরিজের পুরোটা সময়ে তাকে দরকার নেই। শিডিউল অনুযায়ী তার চলে যাওয়ার কথা ছিল। এজন্য সে চলে গিয়েছে। পরবর্তীতে সে আবারও আসবে। চুক্তি অনুযায়ী তার যেভাবে থাকার কথা ছিল ওভাবেই আছে।'



promotional_ad

সাবেক স্পিন কোচ সুনীল যোশীর সঙ্গে চুক্তি বাতিল করে ভেটরির সঙ্গে চুক্তি করে বিসিবি। গত বছরের জুলাইয়ে তাঁর সঙ্গে চুক্তি করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে একশ দিন কাজ করার চুক্তিতে গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আসেন ভেটরি।


একশ দিনে দিন প্রতি আড়াই হাজার মার্কিন ডলার নেয়ার শর্তে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হন তিনি। কোচ হওয়ার পর প্রথমেই ভারত সফরে যান ভেটরি। সেখানে অবশ্য পুরো সময়টাতেই তাঁকে পেয়েছে দল।


এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি সাবেক এই কিউই স্পিনার। জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ভেটরি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের খেলার আগে পুনরায় বাংলাদেশে আসবেন কিংবদন্তি এই স্পিনার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball