অভিষেকের অপেক্ষা বাড়ছে আফিফ-নাঈমের?

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অভিষেকের অপেক্ষায় থাকতে হতে পারে আফিফ হোসেন ও নাঈম শেখকে।
প্রথম ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। যদিও হ্যামেস্ট্রিংয়ে টান পড়ে তাঁর। দ্বিতীয় ম্যাচের আগে পুরোপুরি সুস্থ লিটন। যেহেতু এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে এবং গত ম্যাচেও দল বিশাল ব্যবধানে জিতেছে, সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ দিকে নিরাপত্তা শঙ্কায় আবারো পাকিস্তান সফরে না যাওয়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট দলের এই অভিজ্ঞ ক্রিকেটারের সিদ্ধান্ত মোটেই সহজভাবে নিচ্ছে না বিসিবি।
বোর্ডের একটি সূত্রের মতে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে হতে পারে মুশফিককে। পাকিস্তান সফর নিয়ে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে রুদ্ধদার একটি বৈঠক করেছেন মুশফিক।
এই বৈঠকে সফরে না যাওয়ার কথাই বলেন তিনি। সূত্রটি জানায়, মুশফিককে চলমান সিরিজে দলে রাখার পক্ষে আছেন কোচ রাসেল ডমিঙ্গো। অপরদিকে তাঁকে দলে রাখার পক্ষে নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্তা।
মুশফিক যদি না-ই খেলেন তাঁর জায়গায় অভিষেক হতে পারে আফিফ হোসেন ধ্রুব'র। যদিও এর সম্ভাবনা ক্ষীণ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান।