সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ দুপুর ১টায়।
এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে ম্যাচটি জিতে জয়ের ধারায় ফিরতে চায় জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে নূন্যতম লড়াইও করতে পারেনি জিম্বাবুয়ে।
দলগত নৈপুণ্যে জিম্বাবুয়েকে ব্যাটে-বলে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিজেদের সামর্থ্যের পূর্ণ প্রমাণ দিয়েছে। ওপেনিংয়ে সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস।
মোহাম্মদ মিঠুন,মোহাম্মদ সাইফউদ্দিনরা খেলেছেন দারুণ ক্যামিও। আর তাতেই বাংলাদেশ সংগ্রহ করেছিল ৩২১ রানের বড় পুঁজি। যদিও এই ম্যাচে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের বাজে ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য।

এদিকে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর প্রথম ওয়ানডেতে বিশাল ব্যবধানে হেরে এলোমেলো হয়ে গেছে জিম্বাবুয়ে। চলতি বাংলাদেশ সফরে এখনও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা নিজেদের ফর্ম দেখাতে পারেননি।
তাঁদের বোলিংটাও বেশ নির্বিষ। এমন অবস্থায় একটি জয়ই বদলে দিতে পারে জিম্বাবুয়েকে। সিলেটে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে পায়নি তাঁদের সেরা দুই অস্ত্র ক্রেইগ আরভিন এবং টেস্টের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকে।
আরভিন অসুস্থ ছিলেন, আর ঠিক সময়মতো সিলেটে পৌঁছাতে পারেননি উইলিয়ামস। দুজনই দ্বিতীয় ওয়ানডে খেলার জন্য প্রস্তুত। গত ম্যাচে অভিষেক হওয়া ওয়েসলি মাধেভেরে ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। যদিও উইকেট পেয়েছেন একটি এবং ব্যাট হাতে করেছেন ৩৫ রান। তাই তাঁদের দিকে তাকিয়ে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)
চামু চিবাবা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, ব্রেন্ডন টেইলর (উ), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেনডা মুতোমবদজি, ডোনাল্ড টিরিপানো, এইন্সলে এন্ডলোভু, ক্রিস এমপোফু এবং কার্ল মাম্বা।