অন্যরকম সেঞ্চুরির সামনে মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে অনেক ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার ভিন্ন আরেকটি সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে জয়ের সেঞ্চুরি করবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়টি মুশফিকের ৯৯তম ওয়ানডে জয় ছিল। আর একটি ম্যাচে জিতলেই অন্যরকম এই সেঞ্চুরিতে পৌঁছাবেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এই ব্যাটসম্যান।

২১৭ ওয়ানডে খেলে ৯৯ জয় পাওয়া মুশফিকের সবচেয়ে কাছে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ৯৭ ক্যারিয়ারে জয় পেয়েছেন। যদিও বাংলাদেশের হয়ে জিতেছেন ২১৬ ম্যাচের ৯৫টি।
মাশরাফি বাকি দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে। নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ২০৬ ওয়ানডেতে ৯৪ ম্যাচে জয়ের সাক্ষী হয়েছেন।
এরপরই আছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে ২০৫ ম্যাচে বাংলাদেশের ৮৬টি ম্যাচ জয় দেখেছেন তামিম। ১৮৬ ম্যাচে ৮৩টি ম্যাচে জয় পেয়েছেন মাহমুদউল্লাহ।