লিটন দায়িত্ব নিতে শিখে গেছেঃ ম্যাকেঞ্জি
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। তবে নিল ম্যাকেঞ্জির চাওয়া আরও সেঞ্চুরি করুক এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ জানিয়েছেন, তার কাজ ব্যাটসম্যানের কাছ থেকে সেরাটা বের করে আনা।
সিরিজের প্রথম্ম ওয়ানডেতে লিটনের ব্যাটিং মনে ধরেছে ম্যাকেঞ্জির। ডানহাতি এই ব্যাটসম্যান নিজের সর্বোচ্চটা দিয়ে খেলছে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের চোখে লিটন এখন অনেক পরিণত এবং দায়িত্ববান।
ম্যাকেঞ্জি বলেন, `মার মনে হয় সে তার সেরাটা দিয়েছে। আর সে যথেষ্ট পরিণত এবং দায়িত্ব নিতে শিখে গেছে। এটা তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি, যেটা খুশির ব্যাপারও বটে।'

`যখন ব্যাটিংয়ে নেমেছে তখন ক্ষুধার্ত মনে হয়েছে। অনুশীলনের সময়েও সে এমনটাই থাকে। আর খেলাটা নিয়ে সে ভাবে। অনেক ভালো লাগে এটা। আর এটাই আরও অনেক শতকের ভিত হতে পারে।' আরও যোগ করেন ব্যাটিং কোচ।
ব্যাটিং পরামর্শক হিসেবে নিজের কাজ সম্পর্কে অবগত ম্যাকেঞ্জি। একজন ব্যাটসম্যানের কোন কোন দিক দিয়ে কাজ করতে হবে সেগুলো মনোযোগ দিয়ে করেন তিনি। কেউ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালে উচ্ছ্বসিত হব ব্যাটিং কোচ।
ম্যাকেঞ্জি বলেন, `আমার দর্শন হচ্ছে, সর্বোচ্চ সেরা পর্যায়ে যাওয়ার পথে থাকা। আপনার দুটি দিকেই থাকতে হবে। ভালো বল ডিফেন্স করতে হবে। আবার আক্রমণাত্মক শটও খেলতে হবে। উইকেটে সঠিক জায়গায় দাঁড়ানো ও মানসিকভাবে শক্তিশালী থাকাটাও জরুরি। কারণ যখন খারাপ বল আসবে তখন আপনাকে সেটা লুফে নিতে হবে।'
`ফুটওয়ার্ক জরুরি। বাজে বলে ইতিবাচক হতে হবে। আর ভালো বলকে সমীহ করতে হবে। স্ট্রাইক ধরে রেখে ভালো খেলতে হবে। ছেলেদের আরও কাজ করতে হবে। আর ভালো লাগে যখন কোনো ছেলে সেঞ্চুরি করে ও বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।' আরও যোগ করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১২৬ রানের ইনিংস খেলেন লিটন। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাকে। লিটনের এই ইনিংসের অবদানেই ১৬৯ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।