দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডাসেন-ডু প্লেসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডের। এবার ভারতের বিপক্ষেই ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন লিন্ডে। এই বাঁহাতি স্পিনার জায়গা পেয়েছেন তাবরিজ শামসির বদলী হিসেবে।

কদিন পরই বাবা হচ্ছেন শামসি। এজন্য ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এই সিরিজ দিয়ে প্রোটিয়াদের ওয়ানডে দলে ফিরেছেন ফাফ ডু প্লেসিস এবং রসি ভ্যান ডার ডাসেন।
দুজনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে বিশ্রামে আছেন। শামসির সঙ্গে ভারত সফরে যাচ্ছেন না ডুয়াইন প্রিটোরিয়াসও। তাঁর বদলে প্রোটিয়াদের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে দেবেন আন্দিলে ফেহলুকায়ো।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ কুইন্টন ডি কক (অধিনায়ক/উইকেটরক্ষক), টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস, কাইল ভেরেনে, হ্যানরিক ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মুটস, আন্দিলে ফেহলুকায়ো, লুঙ্গি এনগিডি, লুঠো সিপামলা, বিউরান হেন্ডরিক্স, এনরিক নর্টজে, জর্জ লিন্ডে এবং কেশভ মহারাজ।