লিটনের ইনিংস থেকে শিখতে চায় জিম্বাবুয়ে
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৬৯ রানে হারে জিম্বাবুয়ে। ১০৫ বলে ১২৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। লিটনের এই মারকুটে ইনিংস থেকে অনেক কিছুরই শেখার আছে বলে মনে করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান রেগিস চাকাভা।
পুরো ইনিংসে ১৩টি চার হাঁকান লিটন। ইনিংসে ছক্কা ছিল দুটি। লিটনের মারকুটে এই ইনিংসের পর ম্যাচে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। পরে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ১৫২ রানে অলআউট করে বাংলাদেশের বোলাররা।

চাকাভা বলেন, 'লিটন দারুণ একটি ইনিংস খেলেছে। তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। আমরাও তাঁর মতো চেষ্টা করতে পারি।
সে তাঁর ইনিংসে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে। আমি মনে করি তাঁর ইনিংস থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।'
সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। পরের ম্যাচে জিতে দ্রুতই সিরিজে ফিরতে চায় তারা।
চাকাভা আরও বলেন, 'আমরা ইতোমধ্যেই একটি ম্যাচ হেরেছি। আমরা কোনো প্রতিযোগিতাই করতে পারিনি। আমরা পরের ম্যাচে ফিরে আসতে চাই।'