টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ ভারত
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে মাত্র আড়াই দিনে হেরেছে ভারত। একইসঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্টেও ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বিরাট কোহলির দল। নিউজিল্যান্ড ম্যাচটি জিতেছে সাত উইকেটে।
প্রথম ইনিংসে ভারতের করা ২৪২ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ২৩৫ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩২ রান।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০৩ রান তোলেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ল্যাথাম করেন ৫২ রান। ব্লান্ডেলের ব্যাটে আসে ৫৫ রান। যদিও দুজনই ফিরে যান। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৫) উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

দ্বিতীয় দিনে ছয় উইকেটে ৯০ রানে শেষ করা ভারত ম্যাচের তৃতীয় দিনে কিছুই করতে পারেনি। নিচের দিকে কেবল লড়াই চালিয়ে যান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট চারটি ও টিম সাউদি তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংস: ৬৩ ওভারে ২৪২ (বিহারি ৫৫, পৃথ্বী ৫৪, পূজারা ৫৪; সাউদি ২/৩৮, বোল্ট ২/৮৯, জেমিসন ৫/৪৫)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৭৩.১ ওভারে ২৩৫/১০ (ল্যাথাম ৫২, জেমিসন ৪৯; শামি ৪/৮১, বুমরাহ ৩/৬২)
ভারত দ্বিতীয় ইনিংস: ৪৬ ওভারে ১২৪/১০ (পূজারা ২৪; বোল্ট ৪/২৮, সাউদি ৩/৩৬)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৬ ওভারে ১৩২/৩ (লক্ষ্য ১৩২ রান) (ব্লান্ডেল ৫৫, ল্যাথাম ৫২; বুমরাহ ২/৩৯)