যে দেশে ক্রিকেট হয় না সেখান থেকে বীজ আনছে বিসিবি!
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ঘাস লাগানো হবে। এই ঘাসের বীজ সুদূর আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা।
সাধারণত সব ধরনের খেলায় অংশগ্রহণ করলেও ক্রিকেটে কোনো আগ্রহ নেই আমেরিকানদের। এবার সেই দেশ থেকেই নিয়ে আসা হল ঘাসের বীজ।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে চলাকালীন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে হেলিকপ্টারে করে ঢাকা থেকে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সঙ্গে ছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও তিন পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস এবং আকরাম খান।
মাঠ পরিদর্শন শেষে পাপন বলেন, 'আমাদের ইনের যে মাঠটা যেখানে খেলা হচ্ছে এটার ঘাস আমরা আমেরিকা থেকে এনেছি। বেশ কিছু কাজ করা হয়েছে। আমি যেটা শেষবার দেখেছি আরকি, গ্যালারিও বড় করা হয়েছে। গেম ডেভেলপমেন্ট বিশেষ করে মাহবুব আনামকে ধন্যবাদ জানাতেই হয়।
এছাড়া ৬০ জনের ক্যাপাসিটির ডরমিটরি হবে। একাডেমিও আছে। একাডেমি সব জায়গায় হবে। চিটাগাংয়েও আমাদের একাডেমির কাজ চলে। তো যেটা বললাম আগে যেটা দেখে গিয়েছিলাম তার চাইতে বেশি সুন্দর লাগল।'
চলতি বছরের অক্টোবরের মধ্যে এই মাঠের কাজকর্ম পুরোপুরি শেষ হওয়ার কথা। সবমিলিয়ে সিলেটের স্টেডিয়ামটি নিয়ে দারুণ সন্তুষ্ট পাপন।
তিনি আরও বলেন, 'প্রথমে যখন এই স্টেডিয়ামে খেলা শুরু হয়, বিশ্বকাপের (২০১৪ টি-টোয়েন্টি) সময়। তখন এসে আমি বলেছিলাম, এটা বাংলাদেশের অবশ্যই, বিশ্বের সবচেয়ে সুন্দর একটা স্টেডিয়াম। তখন আমি বলিনি এটাই সবচেয়ে সেরা। তবে এবার আসার পর আমি বলতে পারি, এটা বিশ্বের অন্যতম সেরা মাঠ।'