সেঞ্চুরিই করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কোত্থেকে করবঃ লিটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। তবে ১২৬ রানে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাঁকে। চোট না পেলে ডানহাতি এই ব্যাটসম্যানের সামনে সুযোগ ছিল আরও বড় ইনিংস খেলার। এমনকি হতে পারতো ডাবল সেঞ্চুরিও।
লিটনের মাথায় অবশ্য ডাবল সেঞ্চুরির চিন্তা ছিল না। বাস্তবনার উদাহরণ টেনে বলেছেন, সেঞ্চুরিই করতে পারছে না, আবার ডাবল সেঞ্চুরি কিভাবে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান ম্যাচ সেরা লিটন।

লিটন বলেন, `ডাবল সেঞ্চুরির কোনো চিন্তাই ছিল না। স্বপ্ন দেখা তো ভালো। কিন্তু সেঞ্চুরিই করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কোত্থেকে করব? বাস্তবতায় থাকা উচিত তো। আমি যে মানুষ পঞ্চাশ, ষাট, একশ করতে পারি না, সে মানুষ কীভাবে ডাবল সেঞ্চুরি করব?।'
১২৬ রানে চোট পেয়ে মাঠ ছাড়ায় হতাশ নন লিটন। উঠে যাওয়ার সিদ্ধান্তটা ডানহাতি এই ব্যাটসম্যানের কাছে সঠিক ছিল। সামনের ম্যাচের দিকে তাঁকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
লিটন বলেন, `আমি যেটা বিশ্বাস করি, ক্রিকেট পুরোটা হতাশার খেলা। এক ম্যাচে রান করব, এক ম্যাচে করব না। একশ করলেও চিন্তা করতে হয় যে আর দ???টা রান বেশি করতে পারতাম। ওইসব চিন্তা করলে অবশ্যই আক্ষেপ আছে।'
`কিন্তু, সিদ্ধান্তটা আমার জন্য সঠিক ছিল, উঠে যাওয়া। সামনে আরও ম্যাচ আছে। ওখানে ব্যাটিং করলে আমি পাঁচ বলে দশ করতাম সর্বোচ্চ। আউটের সম্ভাবনা বেশি থাকতো। এদিক দিয়ে চিন্তা করলে জিনিসটা ভালো।' আরও যোগ করেন লিটন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজ জয়ের মিশনে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।