promotional_ad

তামিমের ভুলের মাশুল গুনলেন শান্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১৪১/২ (২৬ ওভার) (লিটন ৮২*, মুশফিক ১*)


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। ফলে ব্যাটিং করছে বাংলাদেশ।


তামিমের ভুলের মাশুল গুনলেন শান্ত


শুরু থেকেই লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন শান্ত। তবে টিনোটেন্ডা মাটুমবডজির বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শান্ত। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বল অফ স্টাম্পের বাইরে ছিল। তামিম আগেই রিভিউ নষ্ট করায় আর রিভিউয়ের সুযোগ পাননি শান্ত।



promotional_ad

লিটনের হাফ সেঞ্চুরিঃ


তামিম ফিরে গেলেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে মাত্র ৪৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পৌঁছান লিটন। তাঁর এই হাফ সেঞ্চুরি ইনিংসে ১টি ছয় এবং ৬টি চার রয়েছে।


রিভিউ নষ্ট করে ফিরলেন তামিমঃ


পাওয়ার প্লের পর জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে চেয়েছিলেন তামিম। অভিষিক্ত ওয়েসলি মাধেভেরে বলের লাইন মিস করে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তামিম। রিভিউ নিয়েছিলেন তিনি যদিও রিপ্লে দেখে থার্ড আম্পায়ার আউট দেন তাঁকে। রিপ্লেতে দেখা গেছে বল ছিল মিডল স্টাম্পে।


পাওয়ার প্লেতে হাত খুলে খেললেন তামিম-লিটনঃ


টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুজনই দেখে শুনে খেলতে থাকেন শুরু থেকে। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৪ রান।



বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান।


জিম্বাবুয়ে একাদশঃ


চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডনাল্ড টিরিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball