রিভিউ নষ্ট করে ফিরলেন তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৬১/১ (১৩.৩ ওভার) (লিটন ৩৫*, শান্ত ০*)
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। ফলে ব্যাটিং করছে বাংলাদেশ।
রিভিউ নষ্ট করে ফিরলেন তামিমঃ

পাওয়ার প্লের পর জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে চেয়েছিলেন তামিম। অভিষিক্ত ওয়েসলি মাধেভেরে বলের লাইন মিস করে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তামিম। রিভিউ নিয়েছিলেন তিনি যদিও রিপ্লে দেখে থার্ড আম্পায়ার আউট দেন তাঁকে। রিপ্লেতে দেখা গেছে বল ছিল মিডল স্টাম্পে।
পাওয়ার প্লেতে হাত খুলে খেললেন তামিম-লিটনঃ
টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুজনই দেখে শুনে খেলতে থাকেন শুরু থেকে। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৪ রান।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশঃ
চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডনাল্ড টিরিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।