জিম্বাবুয়ের বদলি ক্রিকেটারের তালিকায় কোচিং স্টাফের সদস্য!
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শুরু হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ???যকার প্রথম ওয়ানডে। একাদশ ঘোষণা করেছে দুই দলই। তবে জিম্বাবুয়ের তালিকাটা কিছুটা চমক জাগাবে দর্শকদের কাছে। বদলি ক্রিকেটারের তালিকায় স্টুয়ার্ট মাতসিকেনেরির নাম রেখেছে জিম্বাবুয়ে, যিনি দলটির কোচিং স্টাফের একজন সদস্য।
অর্থাৎ ফিল্ডার হিসেবে নামতে পারবেন চার্লটন। এছাড়া ম্যাচে যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলেও মাঠে নামতে পারবেন স্টুয়ার্ট।

ইনজুরিতে আছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ক্রেইগ আরভিন। ওয়ানডে দলের নিয়মিত সদস্য তিনি। কিন্তু এই ম্যাচে বদলি ক্রিকেটার হওয়ার মতোও ফিট নন তিনি।
এছাড়া শন উইলিয়ামসও এখনও দেশে আসেননি। তাই বাধ্য হয়েই স্টুয়ার্টের নাম রেখেছে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট। ১৬ নম্বর সদস্য হিশেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।
তালিকায় দ্বাদশ ব্যক্তি হিশেবে আছেন এইন্সলে এনডলভু। বদলি ক্রিকেটারের তালিকায় আরও রাখা হয়েছে চার্লটন টিশুমাকে।
ম্যাচটিতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। বিশ্বকাপের পর মাশরাফি বিন মুর্তজার এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।