পরিসংখ্যান পক্ষে নেই জিম্বাবুয়ের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১০ সালে ওয়ানডে জিতেছিল জিম্বাবুয়ে। এরপর টানা ১৬ ওয়ানডেতে হেরেছে দলটি। রবিবার (১ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের আরেকটি ওয়ানডে সিরিজ।
এই সিরিজে হারের বৃত্ত থেকে বের হতে হতে চায় চামু চিবাবার দল। ২০১০ সালের পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সবচেয়ে ছোটো ব্যবধানের হারটি ৫ উইকেটের। রানের ব্যবধানে সেটি ২১।

বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়টি ৮ উইকেটের আর ১২৪ রানের। সার্বিক পরিসংখ্যানও জিম্বাবুয়ের হয়ে কথা বলছে না। ওয়ানডেতে ৭২ ম্যাচের মধ্যে ৪৪টি জিতেছে বাংলাদেশ।
সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকাতেও বাংলাদেশিদের আধিপত্য। সবার উপরে আছেন সাকিব আল হাসান। যদিও ব্যক্তিগত সর্বোচ্চ রানে সবার উপরে আছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি।
তিনি হারারেতে বাংলাদেশের বিপক্ষে ১৯৪* রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। যা এখনও জিম্বাবুয়ের বিপক্ষে কোনো বাংলাদেশির সর্বোচ্চ রান।