লামিচানের সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম নেপালি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন সন্দিপ লামিচানে। রবিবার (১ মার্চ) মালয়েশিয়া বিপক্ষে ৩ উইকেট নিয়ে মাইলফলকে পৌছান এই নেপালি স্পিনার।
৭৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে লামিচানের দখলে আছে ১০২টি উইকেট। মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

২০১৮ সালে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটেলসের হয়ে খেলে সবার নজর কাড়েন লামিচানে। একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।
এরপর থেকে নেপাল জাতীয় দলেরও নির্ভরযোগ্য অংশ তিনি। মাইলফলকের দিনে অবশ্য নেপালকে জেতাতে পারেননি লামিচানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে মালয়েশিয়া।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল অল আউট হয়ে যায় ১৩২ রানে। ফলে ২২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লামিচানেদের। ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েস্টার্ন রিজিওন টি-টোয়েন্টি কাপের অংশ ছিল।