promotional_ad

ক্রাইস্টচার্চে ব্যাটে-বলে নিউজিল্যান্ডের দাপট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন দারুণ শুরু করেছিল ভারত। তারা মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে ফেলেছিল। এরপরও প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছে ২৪২ রানে। মূলত নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের তাণ্ডবে বেশিদূর এগোতে পারেনি বিরাট কোহলির দল।


জবাবে ব্যাটিংয়ে নেমে টম ল্যাথাম ও টম ব্লান্ডেলের অবিচ্ছিন্ন ৬৩ রানের উদ্বোধনী জুটিতে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা দারুণ বোলিং করেও কিউইদের কোনো উইকেট পতন ঘটাতে পারেননি।


হ্যাগলি ওভালে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় পৌনে এক ঘণ্টা দেরিতে। এরপর টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 


পাঁচ পেসার নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে ভারতকে। ৭ রান করা মায়াঙ্ক আগারওয়ালকে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হওয়া পৃথ্বী শ ক্রাইস্টচার্চে দারুণ খেলেছেন।



promotional_ad

৮টি চার ও একটি ছক্কায় ৬১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৫৪ রান করে স্লিপে টম ল্যাথামের দুর্দান্ত এক ক্যাচে তাঁকে ফেরান জেমিসন। বেশিদূর এগোতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি।


তিনি টিম সাউদির বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন। ৭ রান করা আজিঙ্কা রাহানেও শিকার হয়েছেন সাউদির। এরপর ভারতের ইনিংস টেনেছেন চেতেশ্বর পূজারা এবং হনুমা বিহারি। দুজনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।


দুজনই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন। নিল ওয়াগনারের শর্ট বল পুল করতে গিয়ে শরীরের পেছন দিয়ে কিপারকে ক্যাচ দেন ৫৫ রান করা বিহারি। আর জেমিসনের শর্ট বল হুক করার চেষ্টায় ক্যাচ দেন উইকেটের পেছনে। 


আর তাতেই শেষ হয় ১৪০ বলে ৬ চারে করা পূজারার ৫৪ রানের ইনিংস। এরপর টানা দুই ওভারে রিশাভ পান্ত, উমেশ ও জাদেজাকে ফিরিয়ে পাঁচ উইকেট দখল করেন জেমিসন।


দশম উইকেট জুটিতে ২৬ রান যোগ করে ভারতকে সম্মানজনক সংগ্রহ এনে দেন মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ। শামিকে ১৬ রান বোল্ড করে ভারতের ইনিংস গুটিয়ে দিয়েছেন বোল্ট।



সংক্ষিপ্ত স্কোর:


ভারত প্রথম ইনিংস: ৬৩ ওভারে ২৪২ (পৃথ্বী ৫৪, পূজারা ৫৪, বিহারি ৫৫, পান্ত ১২, শামি ১৬, বুমরাহ ১০*; সাউদি ২/৩৮, বোল্ট ২/৮৯, জেমিসন ৫/৪৫)


নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৩ ওভারে ৬৩/০ (ল্যাথাম ২৭*, ব্লান্ডেল ২৯*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball