promotional_ad

সাউদির বানি কোহলি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না বিরাট কোহলির। শনিবার (২৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্টে খেলতে নেমেও ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র তিন রান করে টিম সাউদির দারুণ এক ইন সুইঙ্গারে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ভারতের অধিনায়ক।


আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে দশমবার সাউদির শিকার হয়ে ফিরেছেন কোহলি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সাউদির করা ইনিংসের ২৫তম ওভারের প্রথম বলটি আউট সুইঙ্গার ভেবেছিলেন ভারতের অধিনায়ক। তবে বলটি পিচ করার পর ভেতরে ঢুকে যায়। আর তাতেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।



promotional_ad

এরপর অপর প্রান্তে থাকা চেতেশ্বর পূজারার সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েছিলেন কোহলি। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি লেগ স্টাম্প স্পর্শ করেছে। তাই ফিরে যেতে হয় ভারতের এই অধিনায়ককে।


এর আগে মুখোমুখি দেখায় টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৬ বার এবং টি-টোয়েন্টিতে ১ বার কোহলির উইকেট শিকার করেছেন সাউদি। কোহলির ব্যর্থতার দিনে ভারত নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪২ রানে। 


জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন কোহলি।



সিরিজের ৪ টি-টোয়েন্টিতে ১১৫ এবং ৩টি ওয়ানডেতে ৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে কেবলমাত্র একটি অর্ধশতক পেয়েছেন কোহলি। গত ২১ ইনিংসে কোন শতকের দেখা পায়নি ৩১ বছর বয়সী এ ডান হাতি ব্যাটসম্যান। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দিবা রাত্রির টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball