সিলেটে রান বন্যা দেখার আশায় চিবাবা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী ১ মার্চ (রবিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে রান বন্যা দেখার অপেক্ষায় জিম্বাবুয়ের অলরাউন্ডার চামু চিবাবা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, উইকেটে কিছু ঘাস আছে। এগুলো ম্যাচের আগেই কেটে ফেলা হবে। প্রতিটি ম্যাচই হাই স্কোরিং হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

চিবাবা বলেছেন, 'উইকেট ভালো, এখানে কিছু ঘাস আছে। তারা বলেছে কাল ঘাস কেটে ফেলবে। আউটফিল্ডও ভালো। আশা করছি এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। তাই এটা চিত্তাকর্ষক ম্যাচ হবে এবং রান হবে।'
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচই দিবারাত্রির। রাতের ম্যাচে শিশির কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করে চিবাবা। এই বিষয়ে তিনি গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলেছেন বলেও জানালেন।
চিবাবা বলেছেন, 'আমি গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে বছরের এই সময়ে শিশির কিছুটা কম থাকে এবং আশা করছি এটা খুব বেশি সমস্যার কারণ হবে না। আমরা রাতে অনুশীলন করছি এবং আমরা দেখবো শিশির আছে কি নেই।'