তাসকিনের তাণ্ডবে দিশাহারা ঢাকা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ৯০/৬ (১৪ ওভার) (থিসারা ০*, শাদাব ০*))
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার তৃতীয় পর্বে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন এবং রংপুর রেঞ্জার্স। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রেঞ্জার্স অধিনায়ক শেন ওয়াটসন। ফলে আগে ব্যাটিং করছে ঢাকা প্লাটুন।
তাসকিনের তাণ্ডবে দিশাহারা ঢাকাঃ

বিজয় এবং মেহেদীর বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন আরিফুল হকও। তিনি ১৩ করে ফেরেন তাসকিন আহমেদের বলে গ্রেগরিকে ক্যাচ দিয়ে। মুমিনুল ৭ রান করে বোল্ড হয়েছেন মোহাম্মদ নবির বলে। তাসকিন ১৪তম ওভারে পরপর দুই বলে ফিরিয়েছেন তামিম এবং আসিফ আলীকে।তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে শেন ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৮ বলে ৪০ রান করা তামিম। এরপর ৯ রান করা আসিফ বোল্ড হয়েছেন।
ফিরলেন বিজয়-মেহেদীঃ
ব্যাটিংয়ে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল। দলীয় ২৬ রানে এই দুজনের জুটি ভাঙেন রংপুরের পেসার লুইস গ্রেগরি। তাঁর বলে জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১ রান করা বিজয়। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান। তিনি মোহাম্মদ নবির শিকার হয়েছেন মাত্র ২ রান করে।
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, আরিফুল হক, আসিফ আলি, থিসারা পেরেরা, ফাহিম আশরাফ, শাদাব খান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রিগরি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, আল আমিন, জহিরুল ইসলাম অমি, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।