promotional_ad

খুলনাকে জেতালো প্রোটিয়ারা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। এই জয়ে প্লে অফের রাস্তা অনেকটাই প্রশস্ত করেছে খুলনা। অপরদিকে প্লে অফের রাস্তা থেকে ছিটকে পড়ার পথে ডেভিড মালানের কুমিল্লা। 


রাইলি রুশোর হাফ সেঞ্চুরি এবং টপ অর্ডারের নৈপুণ্যে দুই উইকেটে ১৭৯ করেছে খুলনা টাইগার্স। জবাবে ১৮.২ ওভারে ১৪৫ রানে অলআউট হয় কুমিল্লা। খুলনার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক নেন ১৬ রান খরচায় পাঁচ উইকেট। দুই দক্ষিণ আফ্রিকানের পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে খুলনা।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩১ রানের মধ্যেই দুই উইকেট হারায় কুমিল্লা। ভ্যান জিলকে (১২) ফেরান রবি ফ্রাইলিঙ্ক। শফিউল ইসলামের দুর্দান্ত একটি ক্যাচে বিদায় নেন তিনি।


এ দিন সুবিধা করতে পারেননি ডেভিড মালান। কুমিল্লার অধিনায়ক মাত্র এক রান করে শফিউলের বলে বিদায় নেন।



promotional_ad

তারপর দলের রানের খাতায় ৫১ রান যোগ করেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। ২২ রানে সৌম্য ফিরলেও আগ্রাসী ভঙ্গিতে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান।


সাব্বিরকে সঙ্গ দিতে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অংকন (০)। ১৫ ওভারের শেষ বলে ফিরে যান সাব্বিরও। বিদায় নেয়ার আগে ৩৯ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬২ রান করেন তিনি।


শেষদিকে ইয়াসির আলী রাব্বির ১৫ বলে ২৭ এবং ডেভিড ভিসের ৮ বলে ১০ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।


এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। সাত ওভারের মধ্যে অর্ধশত রানের জুটি গড়েন তারা। দুজন উদ্বোধনী জুটিতে তুলে ৭১ রান। 


চারটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৩৮ রান করে সৌম্য সরকারের শিকারে পরিণত হন শান্ত। এরপর রাইলি রুশোর সঙ্গে দলের রান বাড়াচ্ছিলেন মিরাজ। যদিও বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ৩৯ বলে ৩৯ রান করে ডেভিড ভিসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।



২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রুশো। আসরে এটাই তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৮৫ রানের হার না মানা জুটি গড়েন রুশো।


শেষপর্যন্ত ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৬ বলে ৭১* রান করেন তিনি। মুশফিক করেন ১৭ বলে ২৪* রান। 


সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৭৯/২ (২০ ওভার)
(রুশো ৭১*, ,মিরাজ ৩৯, শান্ত ৩৮; ভিসে ১/৩০)
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৪৫/১০ (১৮.২ ওভার)
(সাব্বির ৬২, ইয়াসির ২৭; ফ্রাইলিঙ্ক ৫/১৬)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball