টস জিতলেন মালান
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট পর্ব শেষে আজ থেকে আবারো ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকার তৃতীয় পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং সিলেট থান্ডার। এরই মধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
চলতি বিপিএলে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের কারণে দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। অপরদিকে ১১টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেটের এটাই শেষ ম্যাচ।

পুরো আসরে ব্যর্থতার বৃত্তে থাকা সিলেট শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে চাইবে। এদিকে প্লে অফের স্বপ্ন এখনও টিকে আছে কুমিল্লার। এজন্য অবশ্য আসরে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই কুমিল্লার। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপের আগেই সুসংবাদ পেয়েছে কুমিল্লা শিবির। স্ত্রীর অসুস্থতার কারণে আসরের মাঝপথে ইংল্যান্ডে ফিরে যাওয়া ডেভিড মালান আবারও বিপিএলে ফিরেছেন। সিলেটের বিপক্ষে আজ অধিনায়কত্ব করছেন তিনি।
কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াডঃ ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, আল আমিন হোসেন সিনি., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন অনি, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, ডেভিড ভিসে, মুজিব উর রহমান ও দাসুন শানাকা।
সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি, শারফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ শফিক, নাভিন উল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিস।