সিমন্স-জুনায়েদের ব্যাটে দারুণ শুরু চট্টগ্রামের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১২১/১০ (১৯.৫ ওভার) (রুশো ৪৮, মুশফিক ২৯; রানা ৩/২৯, রুবেল ৩/১৭)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৩৩/০ (৫ ওভার) (সিমন্স ২১*, জুনায়েদ ৮*; ইয়ামিন ০/১২, ফ্রাইলিঙ্ক ০/১১)

চট্টগ্রামের উড়ন্ত সূচনাঃ ১২২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন চট্টগ্রামের দুই ওপেনার লেল্ডন সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি। এই রিপোর্ট লেখা পর্যন্ত এক ছক্কা এবং ২ চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করেছেন সিমন্স। তাঁর সঙ্গী জুনায়েদ অপরাজিত আছেন ৮ রানে। চট্টগ্রামের দলীয় সংগ্রহ বিনা উইকেটে ৩৩ রান।
এর আগে এই ম্যাচে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক ইমরুল। এরপর খেলতে নেমে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনাকে এক বল আগে মাত্র ১২১ রানে অলআউট করে চট্টগ্রাম।
বল হাতে এই ম্যাচেও কারিশমা দেখান চট্টগ্রামের ২৩ বছর বয়সী পেসার মেহেদি হাসান রানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটটিও ছিল।
রানার পাশাপাশি অসাধারণ বোলিং করেন রুবেল হোসেনও। জাতীয় দলের এই তারকা পেসার ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া কেসরিক উইলিয়ামস ২টি এবং পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান নেন একটি উইকেট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ জুনায়েদ সিদ্দিকি, লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, আসেলা গুনারত্নে, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হাসান রানা, কেসরিক উইলিয়ামস, জিয়াউর রহমান।
খুলনা টাইগার্স একাদশঃ মেহেদি হাসান মিরাজ, হাশিম আমলা, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিঙ্ক, আলাউদ্দিন বাবু, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, আমির ইয়ামিন, শফিউল ইসলাম।