অজুহাত দিয়েই চলেছে সিলেট
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দশটি ম্যাচ খেলেছে সিলেট থান্ডার। এর মধ্যে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে দলটি। প্রতি ম্যাচে হারের পর অজুহাত ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারেন না সিলেটের ক্রিকেটাররা।
শুক্রবারের (৩ জানুয়ারি) ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ঘরের মাঠে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে সিলেটের হারের পর সংবাদ সম্মেলনে আসেন দলটির বাঁহাতি স্পিনার মনির হোসেন।

তিনি বলেন, 'আমরা আসলে চেষ্টা করছি এখন। ভালো না খেললে ম্যাচ হারতে হবে। সবাই আসলে চেষ্টা করছি ভালো খেলার জন্য। বোলিং ব্যাটিং দুটো একসাথে ভালো হচ্ছে না।
দুর্বলতা যদি বলেন, একটা দুইটা ওভার একটু মিস হয়ে গেছে। ওই জায়গায় বোলিংয়ে একটু ল্যাকিং ছিল। আর ব্যাটিংয়ে রান তোলার জন্য উইকেটও সাথে থাকা দরকার। আমরা ওটা পারিনি নিয়ন্ত্রণ করতে।'
ম্যাচটিতে অধিনায়ক শেন ওয়াটসনের হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে তারা করে পাঁচ উইকেটে ১৯৯ রান। জবাবে ১৬১ রানে থামে সিলেটের ইনিংস।
মনির আরও বলেন, 'ব্যাটিং বোলিং দুটোই খারাপ হয়েছে। আপনি যদি শুরু থেকে দেখেন ভালোমতো। তাহলে দেখবেন আমাদের দুটোই ভালো হয়নি। ম্যাচটি ওরা জিতেছে ব্যাটসম্যানরা রান পেয়েছে এজন্য, আমাদের বোলাররা সেখানে কিছু করতে পারেনি।'