promotional_ad

রংপুরকে ম্যাচ জেতালেন অধিনায়ক ওয়াটসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট থান্ডারকে ৩৮ রানে হারিয়েছে রংপুর রেঞ্জার্স। অধিনায়ক শেন ওয়াটসনের হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে তারা করে পাঁচ উইকেটে ১৯৯ রান। সিলেটের মাটিতে বিপিএলে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১৬১ রানে থামে সিলেটের ইনিংস। 


ম্যাচ জিততে হলে প্রতি ওভারে প্রয়োজন দশ রান করে। এমন সমীকরণ মাথায় রেখে আগ্রাসী সূচনা করেন সিলেট অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। আরেক ওপেনার আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে দেখেশুনেই খেলছিলেন তিনি।


কিন্তু বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। ১২ বলে ১৯ রান করে তাসকিন আহমেদের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। অপরপ্রান্তে ধুঁকতে থাকা মজিদকে (৭) বোল্ড করে ফেরান লুইস গ্রেগরি।


৫০ রানে দুই উইকেট পড়া সিলেটকে পথ দেখাতে শুরু করেন মোহাম্মদ মিঠুন ও শারফান রাদারফোর্ড। ২২ বলে ৩০ রান করে ফিরে যান আসরের ইনফর্ম ব্যাটসম্যান মিঠুন।



promotional_ad

মিঠুন ফিরলেও আগ্রাসী ভঙ্গিতে খেলা চালিয়ে যান রাদারফোর্ড। তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন শফিকুল্লাহ শফিক (১০)। গ্রেগরির দ্বিতীয় শিকারে পরিণত হন শফিক। দ্রুত সময়ের মধ্যে সোহাগ গাজীকে (১) বিদায় করেন ক্যামেরন ডেলপোর্ট।


একাপ্রান্ত আগলে রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া রাদারফোর্ডকে রানআউট করেন ওয়াটসন। ফেরার আগে তাঁর ব্যাটে আসে ৩৭ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬০ রান। এরপর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় সিলেট।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার নাঈম শেখ এবং অধিনায়ক শেন ওয়াটসন। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন নাঈম। শুরুতে দেখে শুনে খেললেও উইকেটে থিতু হয়েই ঝড়ো ব্যাটিং শুরু করেন ওয়াটসন।


নাঈম ৩৩ বলে ৪২ রান করে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়েছেন। এর ফলে ওয়াটসনের সঙ্গে তাঁর ৭৭ রানের জুটি ভাঙে। সঙ্গী ফিরে গেলেও ওয়াটসন ডেলপোর্টকে নিয়ে রানের চাকা সচল রাখেন। তিনি ৩১ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন।


সিলেটের পেসার এবাদত হোসেন পরপর দুই বলে ডেলপোর্ট (২৫) এবং ওয়াটসনকে (৬৮) ফিরিয়েছেন। লুইস গ্রেগরি বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি মাত্র ১৫ রান করে শেরফান রাদারফোর্ডের বলে ক্যাচ দিয়েছেন আন্দ্রে ফ্লেচারের হাতে।



এরপর শেষ দিকে মোহাম্মদ নবি উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৩ রানে ক্রিসমার সান্টোকির বলে ক্যাচ দিয়েছেন রনির হাতে। ফজলে রাব্বি ১৬ রানে অপরাজিত থেকে রংপুরের লড়াকু সংগ্রহ নিশ্চিত করে।


সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৯৯/৫ (২০ ওভার) 
(ওয়াটসন ৬৮, ডেলপোর্ট ২৫, নাঈম ৪২; এবাদত ২/৩০))
সিলেট থান্ডারঃ ১৬১/১০ (১৯.১ ওভার)
(রাদারফোর্ড ৬০, মিঠুন ৩০; মুস্তাফিজ ২/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball